স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরীর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও শাকিল আহমেদ চৌধুরীকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ইলেকট্রনিক লেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্টনিক্স টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিদায় শিক্ষক ও নবাগত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি শিক্ষক পরিচালনায় মোহাম্মদ নাজমুল হাসান ও শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মোঃ মকছুদ আলম, ক্রাফট ইন্সট্রাক্টর আবুল খায়ের, মোছাঃ নাজমা আক্তার ও ২য়, ৪র্থ, ৬ষ্ট ও ৮ম পর্বের শিক্ষার্থীরা।