শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

কোনো বাঁধাই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না-জিকে গউছ

  • আপডেট টাইম রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের হাওয়া পরিবর্তন হয়েছে। দেশের মানুষ এখন প্রতিবাদমুখর। বিএনপি সভা-সমাবেশ ডাকলেই বাঁধ ভাঙ্গা জনস্রোত সৃষ্টি হয়। সেই ভয় থেকেই আওয়ামীলীগ চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় গণপরিবহন বন্ধ করে দিয়ে বিএনপি গণসমাবেশে বাঁধা সৃষ্টি করেছে। কিন্তু কোনো বাঁধাই বিএনপিকে আর থামিয়ে রাখতে পারেনি, জনস্রোতের সামনে আওয়ামীলীগের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও মানুষের ভোটের অধিকার নিশ্চিতের দাবীতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের এমপিরা যখন মসজিদে অথবা জানাজায় দাঁড়িয়ে বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি, মানুষ তখন একে অন্যের দিকে থাকিয়ে মিটি মিটি হাসে। এই হাসি লজ্জার হাসি, ঘৃনার হাসি। তাদের নূন্যতম লজ্জা থাকলে এই কথা বলতে পারতেন না। কারণ আওয়ামীলীগের এমপিরা জনগণের ভোটে নির্বাচিত না। তারা জনগণের ভোট ডাকাতি করে এমপি হয়েছেন।
তিনি বলেন- অবাধ সুষ্ঠ নির্বাচনের পূর্ব শর্তই হ”েছ নিরদলীয় নিরপে সরকার। কোন দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠ নির্বাচনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আওয়ামীলীগ ইতিমধ্যেই তা প্রমাণ করেছে। আওয়ামীলীগের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটিতে ভোট ডাকাতি হয়েছে। ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই মানুষের ভোটাধিকার নিশ্চিত না করে বিএনপি আর কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। আওয়ামীলীগকে কোনো নির্বাচন করতেও দেয়া হবে না।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আরব আলীর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাবেক আহ্বায়ক সলিমল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সহ সভাপতি ফজলুল করিম, নিজামুল ইসলাম বিলাল, আবদুল আজিজ ফরহাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম কাওছার, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার, আবদুল সহিদ মেম্বার, শাহজাহান জিতু মেম্বার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম ধন মিয়া, নুরুল ইসলাম এংরাজ মেম্বার, মোঃ ইলিয়াস মিয়া, সাইফুল ইসলাম, হাসানুর রহমান ইনু, তওফিক ভুইয়া, আমিনুর রহমান, সফিক মিয়া, আকাব্বর, আওয়াল মিয়া, মিজান মিয়া, আকল আলী, ফারুক মিয়া, ইমাম উদ্দিন, মোঃ নাছির উদ্দীন তালুকদার, তাজুল ইসলাম, আছাদ মিয়া, শরিফ মিয়া, হালিম মিয়া, সোহেল মিয়া, বুলবুল মিয়া, যুবদল নেতা রাকিবুল হুসেইন সান্টু, আরিফ হুসেইন খোকন, সোহেল রানা, মোঃ ফজল মিয়া, নাসির হুসাইন, ইব্রাহিম মিয়া, রস্তম আলী, বাজষ্ঠর মিয়া, লিটন মিয়া, রতন মিয়া, আব্দুল মন্নান বকুল, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মাসুম, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ পারভেজ, আঃ মন্নান বকুল, মোঃ জয়নাল মিয়া, পারভেজ মিয়া, সমুন মিয়া, আলী আশরাফ সাদী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com