বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে চোখ উঠেছে হাজারো মানুষের ॥ ওষুধ ও ড্রপ’র সংকট

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ঘরে ঘরে বাড়ছে চোখ ওঠা রোগীর সংখ্যা। বলা যায় হঠাৎ করেই বেড়েছে এ রোগের প্রকোপ। চোখ ফোলা, লাল হয়ে যাওয়া, পানি পড়া, চুলকানো ও ব্যথাসহ নানা যন্ত্রণায় ভুগছেন এই রোগে আক্রান্তরা। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন উপজেলার হাজার হাজার মানুষ।
আক্রান্ত এক রোগী বলেন, ‘হঠাৎ দেখি চোখ লাল হয়ে গেছে, পানি পড়ছে। ভাবলাম চোখে ময়লা পড়েছে, তাই চোখে পানি দিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। পরের দিন দেখি চোখ পুরো লাল হয়ে আছে। তখন ডাক্তারকে দেখালাম। তিনি বললেন, আমার চোখ ওঠেছে। কিছু নিয়ম মানতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে ওষুধ ও ড্রপ।
এদিকে চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দেওয়ার পর উপজেলার বিভিন্ন ফার্মেসিতে ওষুধ পাওয়া যাচ্ছে না। উপজেলার বিভিন্ন বাজারে যেমন, নবীগঞ্জ বাজার, আউশকান্দি বাজার, গোপলা বাজার, সৈয়দপুর ও ইনাতগঞ্জ বাজারের ফার্মেসি মালিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, গত কয়েকদিন ধরে ফার্মেসিতে প্রচুর চোখ ওঠা রোগী ভিড় করছেন। আক্রান্তদের অধিকাংশই ড্রপ নিতে আসছেন। জটিল কোনো রোগী দেখলে তাদের চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন তারা।
নবীগঞ্জ পৌর শহরের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘আমার যখন এই সমস্যা দেখা দেয় তখনই ডাক্তারের পরামর্শ নিই। ডাক্তার কিছু পরামর্শ ও ড্রপ ব্যবহার করতে বলে। তবে দুঃখের বিষয় হলো নবীগঞ্জ বাজারে ওষুধের দোকান গুলো ঘুরতে ঘুরতে শেষ একটি ফার্মেসীতে ড্রপ পেয়েছি।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস ছামাদ বলেন, ‘এই রোগটির নাম হচ্ছে কনজাংটিভা ভাইরাস, যা সারাদেশের ন্যায় নবীগঞ্জেও দেখা যাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্ত ব্যক্তিকে সাবান পানি দিয়ে কিছুক্ষণ পর পরই হাত পরিস্কার করতে হবে। কোনো কারণে চোখ ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। এ ছাড়া চোখ ওঠলে কালো চশমা ব্যবহার করতে হবে। এতে একজনের চোখ অন্য জনকে স্পর্শ করা কমবে এবং ধুলাবালু, ধোঁয়া থেকে চোখ রক্ষা পাবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শে ড্রপ ও ওষুধ ব্যবহার করতে হবে। তিনি জানান, একসাথে প্রচুর চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দেওয়ায় ড্রপ-ঔষধ ফার্মেসিতে সাময়িক সংকট দেখা দিয়েছে। শীগ্রই ঠিক হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com