বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত করণ সেমিনার

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করণ ও বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল কলেজের অধ্য আব্দুর রব শাহিন, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব শামীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা শিা অফিসার হাসান মাহমুদ জুনায়েদ, ইউআরসি ইন্সক্ট্রাক্টর নজরুল ইসলাম প্রমুখ। সেমিনারে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকল ব্যবসায়িকে পণ্যের মূল্য তালিকা টানানো নিশ্চিত করণসহ সকল আইন সম্পর্কে অবহিত করণ করা হয়।
ওপর দিকে বিশ্ব পর্যটন দিবস উপলে সারাদেশের ন্যায় বাহুবল উপজেলা প্রশাসনও দিবস পালন করেছে। মঙ্গলবার দুপুর ১টায় ইউএনও মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বাহুবল উপজেলায় যথেষ্ট পরিমাণ পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উপজেলার ভাদেশ্বর ইউয়িনের ফয়জাবাদ বধ্যভূমি, রশিদপুর চা বাগান লেক, পুটিজুরী রিজার্ব ফরেষ্ট, গুঙ্গিয়াজুরী হাওর এলাকাগুলোর কথা উল্লেখ করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com