বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুনারুঘাটে ৮৯ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতিমা তৈরির কারিগরেরা। পূজার এই আনন্দ উপভোগ করতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বিপনি-বিতান গুলোতে কেনা কাটায় ভীর করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুন হাতে তৈরি করছেন দূর্গাসহ নানা প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। আগামী পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সে হিসাবে ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব। এবছর দেবী দুর্গা আসছেন গজে (হাতি) চড়ে, যাবেন নৌকায় চড়ে। দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে চলছে মহাকর্মযজ্ঞ। যেন দম ফেলার ফুসরত নেই প্রতিমা তৈরির শিল্পীদের। খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন কেউবা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে প্রতিমা তৈরির মূল কাজ। সপ্তাহ খানেক পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। পূজার আনন্দ উপভোগ করতে উপজেলার বিভিন্ন চা-বাগানের চা-শ্রমিকেরা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। বিপনি বিতানগুলো ও কসমেটিকস দোকানে ভীর করছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। পৌর শহরের নিরঞ্জন সিটির নিরঞ্জন বস্ত্রালয়ের প্রোপ্রাইটর প্রদীপ দাশ পদু, স্রুতি ফ্যাশনের প্রোপ্রাইটর পরেন্দ্র দাস সুমন বলেন, পূজার আগ মুহুর্তেই বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা পূজার আনন্দ উপভোগ করে নিতে আগেভাগেই কেনাকাটা করছে। তাই বিকি-কিনি চলছে মোটামুটি ভালোই। পূজা যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা। পূজাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল বলেন, এবছর উপজেলার ৮৯টি পূজা মণ্ডপে অনূষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তারমধ্যে সার্বজনীন ৭৪টি, ব্যক্তিগত ১৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এবারের দুর্গাপূজা উৎসবমুখর করতে পূজা মণ্ডপগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রত্যেক পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে স্বেচ্ছাসেবক, আনসার ও গ্রাম পুলিশ।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে চুনারুঘাট থানার (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, কোনও অপরাধ কর্মকাণ্ড ঘটার আগেই পুলিশের কাছে তথ্য থাকলে সেটি দমন করা সহজ হয়। এরপরও কোথাও যদি শারদীয় দুর্গোৎসব নিয়ে কোনও ধরনের সমস্যা দেখা দেয়, সেটি আমরা সমাধান করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভোমিক বলেন, এ পূজাকে উৎসবমুখর করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আশা করি নির্বিঘ্নে এ পূজা উদযাপন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com