বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মূল সড়ক গুলোর দুই পাশে অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তির শিকার পথচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। এই ভোগান্তি নিরসনে যাদের দায়িত্ব পালন করার কথা তারা নীরব ভূমিকায়।
যে কারণে বাহুবল উপজেলার সড়কে অধিকাংশ গুরুত্বপূর্ণ অফিস আলাদত, সরকারি বেসরকারি ব্যাংক-বীমা অফিস, বিভিন্ন বাণিজ্যিক ভবন, বিপনী বিতান, শপিংমল, হোটেল রেস্তোরাঁ, প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার সহ যত্রতত্র সড়কের উপর হুটহাট করে পার্কিং করছে হালকা হতে মাঝারি ধরণের যানবহন। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় সড়ক সহ যত্রতত্র এই সকল যানবাহন পার্কিং করা হচ্ছে বলে রয়েছে নানা অভিযোগ। তবে নির্দিষ্ট বাহনের পার্কিং ব্যবস্থা থাকলেও যেন ব্যবহারে চরম উদাসীন সচেতন নামের অসচেতন মানুষ।
একাধিক সচেতন ব্যক্তিবর্গ জানিয়েছেন, খোলা রাস্তার উপর যানবাহন রাখে, বিশেষ করে এই তালিকায় রয়েছে মোটরসাইকেল সহ প্রাইভেটকার, সিএনজি, টমটম, অটোরিকশা। কারণ খোলা রাস্তার পাশে পার্কিং নিষিদ্ধ না সত্ত্বে রাখা হচ্ছে যানবাহন কারণ এই সকল স্থানে ওই যানবহন রাখতে লাগছে না কোনো ভ্যাট, ট্যাক্স বা পার্কিং চার্জ। তাই সড়কে যেন ক্রমশই অবৈধ নিয়মে যানবহন রাখার নিরাপদ স্থান হিসাবে গড়ে উঠেছে। যার ভোগান্তি গুণতে হচ্ছে রাস্তায় চলাচলরত পথচারী স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। যততত্র এই পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চরম যানজটের।
অথচ সড়কের উপর অবৈধ নিয়মে যানবাহন গাড়ি পার্কিং করে বন্ধুদের সাথে আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছি, তখনো মনে থাকছেনা সড়কের উপর রাখা বাহনটির কারণে ঘটতে পারে দূর্ঘটনা! আর অসুবিধায় পড়তে পারে সড়কে চলাচলরত যাত্রী সাধারণ!
আমাদের চলাচলের মাধ্যম হিসাবে অন্যতম মোটরসাইকেল, বর্তমান সময়ে চলাচলরত মাহেন্দ্রা, ইজিবাইক, সিএনজি, ট্রাক-বাস, পিকআপ, প্রাইভেটকারসহ অন্যান্য ছোট-বড় যানবাহন। আমাদের কর্মব্যস্ত জীবনকে সহজলোভ্য করার জন্য যেমন এসব যানবাহনের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি প্রয়োজন রয়েছে যথাযথ স্থানে পার্কিং করারও। সরেজমিনে দেখা যায় গুরুত্বপূর্ণ সড়ক, মিরপুর বাজার, বাহুবল বাজার, ডুবাঐ বাজার, পুটিজরী বাজার, নন্দনপুর বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের উপর দিনে রাতে অবাধে এই নিয়ম বর্হিভূত যানবাহন পার্কিং। সচেতন এলাকাবাসী বলছে এ বিষয়ে তেমন কোনো মাথা ব্যাথা যেন প্রশাসনের নেই যে কারণে বাহুবলের গুরুত্বপূর্ণ সড়ক এখন অনিয়মতান্ত্রিক পার্কিংয়ে দরুন ক্রমশই দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক পথচারীরা বলেন, বর্ষাকাল শুরু হলে হুটহাট করে বর্ষা নামে। এমন ভাবে বর্ষা ছাড়লে দৌড়ে গিয়ে কোনো দোকানের নিচে গিয়ে আশ্রয় নেবো এমন উপায় নেই কারণ রাস্তার উপর গাড়ি থাকায় ঢোকা সম্ভব হয় না। কারণ সামনে সারি সারি গাড়ি দাঁড়ানো থাকে, ঘুরে আসতে গিয়ে এমনিতেই ভিজে যেতে হয়। প্রশাসনের সামনে রাখলেও কিছু বলে না। প্রশাসনের চোখের সামনেই এসব অবৈধ পার্কিং চলছে বছরের পর বছর।
এছাড়া যানচলাচলে দূর্ভোগ সৃষ্টি করে যত্রতত্র পার্কিংয়ের আমাদের আইনগত ব্যবস্থা নেই। এ বিষয়ে বাহুবল প্রেস ক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম সাথে কথা হলে তিনি জানান, সড়কের প্রবেশ মুখে রাস্তার অর্ধেকাংশ জুড়ে অবৈধ ভাবে সারি সারি মোটর সাইকেল, রিক্সা, আর ভ্রাম্যমান দোকান রাস্তার অর্ধেক অংশ জুড়ে দখলে। এ অবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন মানুষকে অফিসে যাওয়া-আসায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে বিকাল ৫টা ২৫ মিনিটে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া সারমিন ফাতেমা কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে কল দিলে তিনি বলেন আমি আপনার সাথে ১০ মিনিট পরে কথা বলছি। কিন্তু আর কথা বলেননি।