শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার ও আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

সোহেল মিয়া, বাহুবল থেকে ॥ বাহুবলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দিয়ে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা উক্ত সহায়তা পৌঁছে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন ও অফিস সহকারী সহিদুল ইসলাম প্রমুখ। বুধবার রাত ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত খাসেরগাঁও প্রকাশিত হিলালপুর গ্রামের মৃত ছাব্বির মিয়ার ছেলে আল-আমিনের বসতঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়লে আশপাশের ঘরগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। এতে নগদ অর্থ, গবাদি পশু, হাস-মোরগ, ব্যবহারের জিনিসপত্রসহ প্রায় ১০ লাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। বসতঘরসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় অন্ততঃ ৫টি পরিবার খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- মৃত হুসাইন আহমদ-এর পুত্র ময়না মিয়া (৪০) ও আরিফ বিল্লাহ (২৩), আব্দুর রশিদ-এর কন্যা সাহেদা খাতুন (৬৫), মৃত হামিদ আহমদ-এর পুত্র জুবায়ের আহমদ (৩১), মৃত সাব্বির আহমদ-এর পুত্র আল-আমিন (২৬)। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে তাৎক্ষণিক ভাবে সাড়ে ৭ হাজার করে টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। তাদের পূনর্বাসনে আরো সহায়তা দেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com