শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মেয়র নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় ॥ ২৪ ঘন্টার মধ্যে কারা মুক্ত নবীগঞ্জ যুবলীগ নেতা রাহেল চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচনী সহিংসতার মামলায় কারাগারে পাঠানোর পরদিন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত। বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।
গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের স্বামী।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের পৌর নির্বাচনের আগের দিন ১৫ জানুয়ারি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ্য হন। এ ঘটনায় ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই হাদিছ মিয়া চৌধুরী বাদী হয়ে গত বছরের ৩১ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ৩০ মার্চ চার্জশিট দেয় পিবিআই। চার্জশিট আদালত গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। গতকাল সোমবার (৪ জুলাই) মামলার ২নং আসামী গোলাম রসুল চৌধুরী রাহেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে যাওয়ার পরদিন মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে রাহেলের জামিন আবেদন করেন তাঁর আইনজীবী।
জামিন আবেদনের শুনানীতে অংশ নেন আসামী পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান ও অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম বিবাদী রাহেলের জামিন আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদারসহ ছাত্রলীগের সহস্রাধিক নেতা কর্মী রাহেলকে ফুল দিয়ে বরণ করেন। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা মধ্য দিয়ে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক হয়ে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে যান গোলাম রসুল চৌধুরী রাহেল। মুক্তি পেয়ে গোলাম রসুল চৌধুরী রাহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিগত পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন দিয়েছিলেন, আমার বিজয় সুনিশ্চত জেনে বিএনপি প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী পরিকল্পিতভাবে একটি দুর্ঘটনা সংগঠিত করে সেই মামলায় আমাকে আসামী করা হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় সোমবার আমি আদালতে হাজির হয়ে জামিন চাই পরবর্তীতে জামিন না-মঞ্জুর হলে আমাকে কারাগারে প্রেরণ করা হয়। আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়েছি। আমি কারাগারে থাকা অবস্থায় যারা আমার এবং আমার পরিবারের পাশে দাড়িঁয়েছেন তাদের প্রতি এবং পৌরবাসীর প্রতি আমি চির ঋণী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com