স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ২য় দিনে বন্যার্থদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রান বিতরণ করেন। এ সময় আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, একাডেমিক সুপার ভাইজারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশে আমরা বন্যা কবলিত মানুষদের খাদ্য সহয়তা পৌঁছে দিচ্ছি এবং সবসময় তাদের খোঁজ খবর রাখছি। প্রয়োজনে তাদেরকে আরও সহায়তা প্রদান করা হবে।