শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র মতবিনিময় ॥ হবিগঞ্জের পরিবেশ রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসতে হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন হবিগঞ্জে অপরিকল্পিত ভাবে শিল্পকারখানা গড়ে উঠছে। আর সব শিল্প কারখানার দূষণ ধীরে ধীরে সবকিছু ধ্বংস করছে। সকল রকম পরিবেশ দূষণের বিরুদ্ধে হবিগঞ্জবাসীকে রুখে দাঁড়াতে হবে। নিজেরা বাঁচতে চাইলে মানুষের সঙ্গে কথা বলতে হবে, পরিবেশ রায় সবাইকে কাজ করতে হবে। পুরাতন খোয়াই নদীকে বাঁধ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সেটা একটা অবিমৃশ্যকারী সিদ্ধান্ত ছিল। এখন নদীটি দখল হয়ে যাচ্ছে। নদীতে বর্জ্য ফেলে দূষিত করে ফেলা হচ্ছে। এছাড়া বিভিন্ন নদী ও খালগুলোকে বরাট হয়ে যাচ্ছে। হবিগঞ্জের পরিবেশ রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসতে হবে এবং সরকারের কাছে পরিবেশ রক্ষার দাবিগুলো তুলে ধরতে হবে। ১২ জুন রবিবার আমেরিকার জ্যাকসন হাইটস কুইন্সে পালকি পার্টি হলে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুরে স্থানে গড়ে ওঠা শিল্প-কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে সুতাং নদী। অব্যাহত শিল্পবজ্যের দূষণে নদীটির পানি কালো বর্ণ ধারণ করেছে, পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, কষ্টকর হয়ে পড়েছে নদীর পাড় দিয়ে চলাচল এবং দূষণের কারণে মৎস্যশূন্য হয়ে পড়েছে নদীটি। দেশে প্রচলিত আইন অনুযায়ী নদী দখল ও দূষণমুক্ত রেখে যথাযথ সংরণে সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যর্থ। সুতাং নদী ভারত থেকে উৎপন্ন হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ৮২ কিলোমিটার দীর্ঘ এ নদী হবিগঞ্জ সদর, লাখাই এবং চুনারুঘাট উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে। দেশের অন্য নদীর মতো সুতাং নদীর অবস্থাও সংকটাপন্ন। দখল, দূষণ, অবৈধভাবে বালু উত্তোলনসহ নদীবিরুদ্ধ বহুমুখী ব্যবহারে এ নদীর অস্তিত্ব আজ সংকটাপন্ন। সুতাং নদী দখল-দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি ও নদীটির প্রাথমিক প্রবাহ এবং সীমানা নির্ধারণের জন্য সরকারের ২০টি দপ্তরে ইতিমধ্যে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) আইনি নোটিশ পাঠিয়েছি। কিন্তু সরকার এর কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। সুতাং নদীর পানি দূর্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক দীর্ঘদিন হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগসহ দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি এই সংগঠনের সফলতা কামনা করছি। সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন হাকিম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক নব নির্বাচিত বদরুল হোসেন খান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র উপদেষ্ঠা এডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি শফিউদ্দিন তালুকদার, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কুবাদ, সদর সমিতির সভাপতি আছকির মিয়া। সভায় উপস্থিত ছিলেন সদর সমিতির সাধারণ সম্পাদাক আমীর আলী, সৈয়দ জিয়াউল হাসান আসাদ, শাহ গোলাম রাহিম শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কুবাদ। তিনি অথিতির কাছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র সকল কার্যক্রম তুলে ধরেন।
বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ান হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সভাপতি আজদু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক রোকন হাকিম। এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র নির্বাচন কমিশনার সৈয়দ ফজলুল হক কালাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com