স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালটি ময়লা আর্বজনার ভাগাড়ে পরিণত হয়েছে। দেখলে বুঝা যায় না এটি হাসপাতাল। বুঝা যায়, এটি একটি ডাষ্টবিন। এছাড়া নানা সমস্যাতো রয়েছেই। জানা যায়, ১০০ শয্যা থেকে আড়াইশ শয্যায় হাসপাতালটি উন্নীত করা হলেও মান উন্নত হয়নি। হাসপাতালটিতে ৬ তলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড আছে। প্রতি তলাতেই ময়লা আর্বজনায় স্তুপ হয়ে আছে। সিড়ি ও লিফটের পাশে ময়লা স্তুপ আকারে রাখা হয়। রোগী ও রোগীর স্বজনরা মুখে রুমাল দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন। দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। অনেক সুস্থ মানুষ এখানে এলে রোগী হয়ে যান। ওয়ার্ডে বেশ কয়েকটি ফ্যান নষ্ট, পানির ট্যাপ বিকলসহ নড়বড়ে হয়ে পড়েছে। রোগীদের অভিযোগ প্রতিদিন পরিস্কারের কথা থাকলেও তা আমলে নিচ্ছে না হাসপাতালের স্টাফরা। সপ্তাহে দুই একদিন পরিস্কার করার কারনে এমন অবস্থা বলে অনেকে জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের এমন নাজুক অবস্থা। নার্স, আয়ারা সেবা না নিয়ে গল্পগুজব করেই সময় কাটান।