বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীবাউর জলাবন নিয়ে দ্বন্দ্ব ॥ বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধা ধন মিয়ার বাড়িতে জামায়াত নেতাকর্মীর হামলা

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে লক্ষ্মীবাউর জলাবনকে কেন্দ্র করে দাস পার্টির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দরুজ্জামান খান ধন মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে জামায়াত নেতা ও তার লোকজন। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেয়া দিয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। হায়দরুজ্জামান খান ধন মিয়া জানান, লক্ষ্মীবাউর জলাবনকে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বানিয়াচংয়ের ছান্দের সর্দাররা। এই বন থেকে প্রতি বছর তারা কয়েক কোটি টাকা আয় করেন। চলতি বছর সরকার লক্ষ্মীবাউর জলাবনকে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্মীবাউরকে সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে বর্তমানে দখলে রাখা প্রভাবশালীরা। যে কারণে তারা এটিকে নিজেদের দখলে রাখতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা করে আসছেন হায়দরুজ্জামান খান ধন মিয়া। এতে ধন মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জামায়াত নেতা ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান এবং বহিস্কৃত আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে জামায়াত নেতা ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান এবং বহিস্কৃত আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক বীর মুক্তিযোদ্ধা হায়দরুজ্জামান খান ধন মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় তারা চেয়ারম্যামের বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা হায়দরুজ্জামান খানের পক্ষের অন্তত ৩০ জনকে পিটিয়ে আহত করে। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হায়দরুজ্জামান খান ধন মিয়া বলেন, লক্ষ্মীবাউর নিজেদের দখলে রাখতে চায় জামায়াত নেতা ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান এবং বহিস্কৃত আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম। এছাড়া যারা আমার বাড়িতে হামলা করেছেন তার মধ্যে নজরুল ইসলাম ছাড়া সবাই জামায়াত এবং বিএনপি নেতাকর্মী। তিনি বলেন, এডভোকেট নজরুল ইসলাম ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহি হয়ে আমার সাথে পরাজিত হন। এপর তাকে দল থেকে বহিস্কার করে আওয়ামী লীগ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেন এডভোকেট নজরুল ইসলাম। তিনি বলেন, আমাদের সৈদরটুলা ছান্দের সাবেক সর্দার মারা যাওয়ার পর আর কোন সর্দার নির্ধারণ করা হয়নি। সর্দার নির্ধারণের মূল দায়িত্বে ছিলেন ধন মিয়ার। তিনি সর্দার নির্ধারণের জন্য সময় ক্ষেপন করতে থাকেন। যে কারণে লক্ষ্মীবাউর ও এর সাথে জড়িত অনেক বিষয়ে কার্যক্রম বন্ধ ছিল। এ বিষয়টি নিয়েই মূলত বিরোধ। তিনি বলেন, আমাদের লোকজন ধন মিয়ার বাড়িতে হামলা করেনি। তিনি আমাদের লোকজনের ওপর গুলি করেছেন। এতে আমাদের অনেক লোক আহত হয়েছে। এদিকে, এ ঘটনায় বানিয়াচং থানায় একটি পুলিশ এসল্ট মামলা হয়েছে। এসআই সন্তোষ চৌধুরী বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫শ’ জনকে আসামী করে মামলা করেন। এছাড়া সংঘর্ষের সময় আটককৃত ২০ জনের মধ্যে ১৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে, গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com