মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ধর্ষণ মামলা ও সিআর-৬৩/২২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক ৩ জন আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এস আই স্বপন সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল, ধর্ষণ মামলার আসামি চরশংকরপুর গ্রামের মৃত আঃ রশিদের পুত্র মুহিবুর রহমান (২৫), সিআর-৬৩/২২ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হরিদরপুর গ্রামের মৃত সঞ্জিব উল্লার পুত্র আাবুল কাশেম, নুর মিয়ার পুত্র নজরুল ইসলাম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার এসআই স্বপন সরকার।