সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

বানিয়াচংয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মজিদ খান ॥ কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে দুর্ভোগ কমছে কৃষকের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশ যেমন উন্নতির দিকে এগিয়ে যাচেছ; তেমনি কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই কৃষকদের ধান কাটা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটার উপযোগী হওয়ার পরেও কৃষকরা যথাসময়ে ঘরে তুলতে পারেন না। ফলে অনেক সময় কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের ফলে কৃষক এ বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে ধান ও গম কাটা ও মাড়াইয়ের অত্যাধুনিক যন্ত্র কম্বাইন হার্ভেস্টার কৃষকদের দোড়গোড়ায় চলে এসেছে। এ যন্ত্রের সাহায্যে একসঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকের উৎপাদন খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমে আসছে। গতকাল ৬ এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে ৭০ শতাংশ ভূর্তুকি মূল্যে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান এ কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার পদ¥াসন সিংহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাশ’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ৬নং কাগপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া খান, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক তজমুল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মামুন খান, সাবেক সভাপতি এ.জেড উজ্জল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান আরো বলেন, দেশের জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষিজমি। তাই উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলনের জন্য প্রয়োজন কৃষিজমিতে উন্নত প্রযুুক্তির ব্যবহার। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃষকেরা লাভবান হবেন। ধান কাটা ও মাড়াইয়ে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকদের দুর্ভোগে পড়তে হবে না। কৃষকদের দুর্ভোগ থেকে রক্ষা করতে সরকার সব দিক থেকে কৃষকদের সহযোগিতা করে আসছে।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, ২০২১-২০২২ অর্থ বছওে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে ‘‘ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের ’’ আওতায় ৭০% ভর্তুকির মাধ্যমে কৃষককে কৃষি যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছে। দ্রুত আধুনিক প্রযুক্তি গ্রহণ করে তা ব্যবহারের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে কৃষকসহ জনগণকে সচেতন করতে হবে বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন। উল্লেখ্য, অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৭০ শতাংশ ভর্তূকি মূল্যে উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টারসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এ বছরে বানিয়াচংয়ে১৫টি কম্বাইন হারভেস্টার,৫টি রিপার, ২টি পাওয়ার থ্রেসার, ৪টি ডায়ার মেশিন, ১টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি যন্ত্রপাতির মুল্য প্রায় ৪ কোটি ৭০ হাজার টাকা , এতে সরকার ৭০ ভাগ ভর্তুকি দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com