মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি, প্রবাসী সংবর্ধনা ও মা সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছাত্র-ছাত্রীর আয়োজনে গতকাল রবিবার দুপুরে স্কুল মাঠে বর্ষসেরা মা, বর্ষসেরা অভিভাবক, মেধাবৃত্তি, মা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় ও বিদ্যালয়ের এস এম সি সভাপতি বিধু ভূষন দাশ এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, ভূমি দাতা পরিবারের সন্তান রঞ্জিত চৌধুরী পিকলু। যুক্তরাজ্য প্রবাসী করগাও ইউনিয়নের কৃতি সন্তান কমিউনিটি লিডার মতিউর রহমান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংর্বধিত ব্যক্তি মতিউর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মেলেন্দু দাশ রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, অভিভাবক সদস্য সাহেব আলী, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান মুজিব, নবীগঞ্জ প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডাঃ বিশ্বজিত দাশ নারায়ন, শিক্ষক মৃনাল কান্তি দাশ, শংকর পাল, আমিনুল ইসলাম স্বপন, সাংবাদিক মোঃ সাগর মিয়া, শিক্ষক অজনা বনিক, লাভলী রানী দাশ, অর্পনা সরকার প্রমুখ। অনুষ্ঠানে বর্ষসেরা মা শ্রেণীভিত্তিক সেলিনা বেগম, বিভা রানী দাশ, শিলা রানী দাশ, জোৎস্না বেগম, সেরা অভিভাবক বিন্দু ভূষন পাল ও শরিফা খাতুন। সেরা শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মোঃ নাদিরুজ্জামান তুয়েল, ফাহমিদা ফেরদৌস তমা। এছাড়া প্রত্যেক শ্রেণীর সেরা ৫ জন করে মোট ২৫ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তরা শুভেচ্ছা ক্রেস্টের পাশাপাশি নগদ টাকা ও পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com