শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

অলিপুর থেকে বিপুল পরিমানা গাঁজা ও ট্রাকসহ ১ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিনই হবিগঞ্জের কোথাও না কোথাও অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ কিংবা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলরা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। ফলে ধরা পড়া এড়াতে নতুন নতুন কৌশল করে কারবারিরা মাদক ছড়িয়ে দিচ্ছে হবিগঞ্জ জুড়ে। তবে আইনশৃঙ্খলরা রক্ষাকারী বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব) সেসব কৌশল চিহ্নিত করে অভিযান চালিয়ে আটক করছে কারবারিদের, জব্দ করছে মাদকদ্রব্য। ঠিক সেভাবে শায়েস্তাগঞ্জ থেকে গত সোমবার রাতে ৯৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম মঙ্গলবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরধারী বেড়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল গ্রহণ করছে। ফলে র‌্যাবকেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন কৌশল গ্রহণ করতে হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে শায়েস্তাগঞ্জে। তিনি জানান, র‌্যাব-৯ এর কাছে তথ্য ছিলো, একটি চতুর মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী বাড়ায় র‌্যাব এবং জানতে পারে-সোমবার রাতের কোনো এক সময় গাঁজার একটি বিশাল চালান শায়েস্তাগঞ্জ এলাকায় ক্রয়-বিক্রয় হবে। খবর পেয়েই অভিযান চালায় র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে থেকে ৯৮ কেজি গাঁজা ভর্তি ১টি বড় ট্রাক জব্দ করে এবং এ সময় মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম সাগরকে (২৪) গ্রেফতার করে র‌্যাব। তরিকুল বাগেরহাট জেলার ফটিকহাট থানার লাল চন্দ্রপুর গ্রামের মোঃ মোস্তফা শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল মাদক ব্যবসার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি আরও জানান, দীর্ঘ দিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালাচ্ছিলেন তরিকুল। গ্রেফতারের পর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com