শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

উদীচী হবিগঞ্জ জেলা সংসদের ১০ম সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৪ ঠা ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় আরডি হলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, হবিগঞ্জ জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন ও সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। উদ্বোধনী অধিবেশনের আলোচনা সভায় উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সংগ্রামী সভাপতি শিখা নাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক তানসেন আমীন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভেকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ জেলা শাখার নেতা অ্যাডভোকেট রনধীর দাস, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভূপিকা রঞ্জন দাশ, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী)’র জেলা সংগঠক শফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক সিদ্দিকী হারুন, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি ইমদাদুল হোসেন খান, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ, উদীচী মাধবপুর উপজেলা শাখার আহবায়ক সাধন সূত্রধর প্রমূখ। পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে সংগঠনের সাধারণ সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্টের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে জেলা সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি হিসেবে বন্ধুমঙ্গল রায় ও সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় আজিজুর রহমান কাউছারকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইমদাদুল হোসেন খান, কিশোর কুমার দাশ ও প্রভাতী সূত্রধর পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা, কোষাধ্যক্ষ- অসীম বনিক, সম্পাদক হিসেবে মাসুদ পারভেজ, মোঃ ফোরকান মজুমদার, উপমা চক্রবর্তী মোঃ তানসেন মিয়া ও আজাহরুল ইসলাম চৌধুরী মুরাদ। সদস্যরা হলেন- শিখা নাহা, পীযুষ চক্রবর্তী, আজমান আহমেদ, রিপন চন্দ্র দাশ ও ঝুন্টি দাশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com