শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৩৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির প্রধান উপদেষ্টা এম এ মুমিন চৌধুরী বাবু এমপি, উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুক্তাদির চৌধুরী, হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, উপজেলা জাপার সভাপতি ডাঃ মোঃ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব মৌলুদ হোসেন কাজল প্রমুখ। সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে হলে নবীগঞ্জস্থ হবিগঞ্জ গামী গাড়ির বাসষ্ট্যান্ড হবিগঞ্জ সড়কে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে পৌরসভাকে যথাযথ দায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেই সাথে শহরের যত্রতত্র সিএনজি অটোরিকশা রেখে যানজটের সৃষ্টি করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক সংলগ্ন দেয়াল ঘেঁষে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ, হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের পাশের সড়কে বখাটেদের উৎপাত বন্ধকরণ, ইউনিয়ন পর্যায়ে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠানসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সেই সাথে ফরমালিনমুক্ত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে একই স্থানে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com