শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

হবিগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প-পণ্য মেলায় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ॥ ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প-পণ্য মেলায় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি। গতকাল রবিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের নিউফিল্ডে মেলায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযোগে সহযোগিতা করে। অভিযানের সময় মেলায় সুমন কসমেটিক্স নামে প্রতিষ্ঠানটিতে দেখা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি ছাড়া পণ্য বিক্রি করছে। মেয়াদোত্তীর্ণ ও লেভেলহীন ছোট একেক কৌটা পাউডারের মূল্য নেওয়া হচ্ছে হাজার টাকার বেশি। সেখানে শতাধিক মেয়াদোত্তীর্ণ ও নকল কসমেটিক্স পাওয়া গেছে। এগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ কালো কালি দিয়ে ঢাকা ছিল। এজন্য প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে হাবিব ড্রাই ফুডকে ২ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় হিমু ঢাকা ফুসকা হাউজকে ৪ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে জান্নাত এন্টারপ্রাইজকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্সগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকি। মেলায় এ ধরনের বিপুল পরিমাণ পণ্য পাওয়া গেছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এগুলো বিক্রি করলে তাদের পুনরায় জরিমানা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com