বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার আওয়ামী লীগ ২৫ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে মাধবপুর উপজেলায় ১৩ জন, চুনারুঘাটে ৭ জন ও দ্বিতীয় বারের মতো বানিয়াচংয়ে ৫ জন। এ নিয়ে জেলার ৭ উপজেলায় ৮০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ২৫ নভেম্বর হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার ২৫ নেতাকর্মী ও ১৪ ডিসেম্বর লাখাই, বানিয়াচংয়ের ৩০ নেতাকর্মীকে একই অভিযোগে বহিষ্কার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মাধবপুর উপজেলায় যাদের বহিষ্কার করা হয়েছে- ১নং ধর্মঘর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ ফারুল, ২নং বহরা ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিছবাউর বার লিপু, ৪নং আদরঐর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান দুলাল ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৭নং জগদীশপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ খান, সাবেক সভাপতি নাছির উদ্দিন খান ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মনুু ৮নং বুল্লা ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি মিজানুর রহমান মিজান ও গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী বশির মিয়া, ১০নং ছাতিয়াইন ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন আহাম্মদ এবং ১১নং বাঘাসুরা ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী আওয়ামী পরিবারের সদস্য মিছবাহ উদ্দীন তালুকদার সোয়েব। চুনারুঘাট উপজেলায় যাদের বহিষ্কার করা হয়েছে-
১নং গাজিপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, ২নং আহাম্মাদাবাদ ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, ৩নং দেওরগাছ ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য মুুহিতুর রহমান রুমন, ৪নং পাইকপাড়া ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাসছুজ্জামান শামীম, ৫নং শানখলা ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী সহ-সভাপতি আব্দুর রশিদ এবং ৯নং রানীগাও ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিছ আলী। দ্বিতীয়বারের মতো বানিয়াচং উপজেলায় যাদের বহিষ্কার করা হয়েছে-
১নং বানিয়াচং উত্তর- পূর্ব ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ সমর্থক এমএম হাফিজুর রহমান, ৫নং দৌলতপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু দাস, ৮ নং খাগাউড়া ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আহমেদ কুরাইশী মক্কী, ৯নং পুুড়া ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নাছির উদ্দিন, ১২নং সুজাতপুর ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বাছির মিয়া। তারা পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেন, তারা আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। দলীয় সভানেত্রীর দেওয়া নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করায় দলের প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকেও এ রকম নির্দেশনা আছে। ওই ২৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য গতকাল বুধবার সন্ধ্যায় তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com