নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসকøাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে কার্য নির্বাহী সদস্য পদে ৩ সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার দুপুরে নির্ধারিত সময়ে যুগ্ম নির্বাচন কমিশনার মো. সরওয়ার শিকদার ও শওকত আলীর কাছে নির্বাহী সদস্য পদে মুরাদ আহমদ,শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসকাবের অর্থসম্পাদক মোঃ শওকত আলী। উল্লেখ্য তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এবং আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।