সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

নবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার উদ্দ্যেগে ৪ ডিসেম্বর সকাল ১০ টায় নবীগঞ্জ থানার সভাকক্ষে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা জন্য সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এস আই সমীরণ দাশের পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এছাড়া উপজেলার বিভিন্ন মন্দির ও আখড়ার পুরোহিতগণসহ ইউপি পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, দীপেন্দু দাশ গুপ্ত, হরিপদ দাশ, ধনঞ্জয় দেবনাথ, রজত কান্তি গোস্বামী, ইসকনের অধ্যক্ষ বিপীন বিহারী ব্রম্মচারী, দীরেশ রঞ্জন ধর, জীপেশ গোপ প্রমুখ। এ সময় বিভিন্ন ধর্মীয় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ মন্দিরের সমস্যা তুলে ধরে সমাধানের জন্য নবীগঞ্জ থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভার প্রধান আলোচক থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। অপরাধীর কোন ধর্ম নাই, জাত নাই। ধর্মীয় প্রতিষ্টানে চুরি ও হামলাকারীদের ব্যাপারে অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। তাই মন্দির ও আশ্রমের পাশে কোন অপরিচিত বা সন্দেহজনক লোক ঘুরাফেরা করতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহ্বান জানান। এছাড়া প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানে সিসি ক্যামারা ও নৈশ প্রহরীর ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সকল নের্তৃবৃন্দের প্রতি আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com