স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে হাওরে নৌকা ভ্রমণে যাওয়া নববধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার প্রধান আসামি মুছা দুই মাসেও গ্রেফতার হয়নি। ফলে মামলার ভবিষ্যৎ নিয়ে শংকিত আছেন বাদী। এ ছাড়া মুছার কাছে থেকে যাওয়া ব্লেকমেইলের ভিডিওটি নিয়ে আতংকে দিন কাটছে নববধূ ও তার স্বামীর। তাদের আশংকা পুলিশ তারে গ্রেফতার ও ভিডিওটি উদ্ধার না করার কারণে যে কোন সময় এটি প্রচার করে দিতে পারে আসামি মুছা ও তার দলবল। এ আশংকায় দিন কাটছে বাদি ও ভিকটিমের। এ ঘটনাটি শুরুতে আলোচিত হলে পুলিশ ও র্যাব দ্রুত ৬ আসামিকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। কিন্তু অদ্যাবধি প্রধান আসামি মুছাকে গ্রেফতার না করায় মামলার তদন্তকারী অফিসারের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাদি রাকিব আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, এটি আলোচিত ঘটনা। প্রথম দিকে পুলিশ দ্রুত আসামি গ্রেফতার করলেও প্রধান আসামি মুছাকে গ্রেফতার করছেন না তদন্তকারী অফিসার। তিনি এ বিষয়ে পুলিশ সুপারের নিকট অভিযোগ আকারে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুরে বাড়ির পাশের ওই হাওরে তারা নৌকা ভ্রমণে যান। নৌকায় নবদম্পতি, তাদের এক বন্ধু ও মাঝি ছিলেন। সে সময় আরেকটি নৌকায় করে গ্রামের ৮ যুবক তাদের নৌকার গতি রোধ করেন। তাদের নৌকায় উঠে ওই যুবকরা তাকে ও তার বন্ধুকে মারধর করে আটকে রাখে। তার স্ত্রীকে ওই নৌকায় তুলে নিয়ে ধর্ষণ করে। মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন যুবকরা। এ কারণে বিষয়টি এত দিন গোপন করে রেখেছিলেন তিনি। তবে ঘটনার চার দিন পর ওই যুবকরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে বলে জানান নববধূর স্বামী। টাকা না দেওয়ায় এলাকার কয়েকজনের কাছে ভিডিওটি ছড়িয়ে দেয় ওই যুবকরা। এর মধ্যে তার স্ত্রীর শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। এরপর তিনি স্ত্রীকে বুধবার হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নববধূর স্বামী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। র্যাব ও পুলিশ সোলেমান রনি, মিটু মিয়া, শুভ মিয়াসহ ৬ জনকে গ্রেফতার করে। এর মাঝে শুভ জামিনে আছে। মুছা-১ আর মুছা ২ পলাতক রয়েছে। মামলার আসামিরা হলেন, মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), ইকবাল হোসেনের ছেলে সোলায়মান রনি (২২), ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া ২ (২০), রুকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯)।