শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জ ইউপি নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ১৮, সাধারণ সদস্য পদে ১৭৯, মহিলা সদস্য পদে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫০৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামী ১১ নভেম্বর ওই ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাওয়া ৫টি ইউনিয়ন হল, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন, বদলপুর ইউনিয়ন, জলসুখা ইউনিয়ন, কাকাইলছেও ইউনিয়ন ও শিবপাশা ইউনিয়ন। শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ১৮ জন, ইউপি সদস্য (পুরুষ) পদে ১৭৯ জন, মহিলা সদস্য পদে ৬১ জন। যথাক্রমে ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আশরাফুল মোবারুল, স্বতন্ত্র প্রার্থী মোঃ স্বাধীন মিয়া, ইসমাঈল হোসেন সরশ, মোঃ সেলিম মিয়া, ২নং বদলপুর ইউনিয়নে ৩ জন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, বিদ্রোহী প্রার্থী অসিম কুমার চৌধুরী, নীল কমল চৌধুরী, ৩নং জলসুখা ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোকসানা আক্তার শিখা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, এচই, এম জামির, ৪নং কাকাইলছেও ইউনিয়নে ৩ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজবা উদ্দিন ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব খালেদুজামান মিয়া, মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, ৫নং শিবপাশা ইউনিয়নে ৫ জন, আওয়ামী লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, নলিউর রহমান তালুকদার, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম তালুকদার। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর আর ভোট গ্রহন ১১ নভেম্বর। এদিকে, তফসিল ঘোষণার পর থেকেই মাঠ-ঘাটে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে শেষ দিকে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করছেন ভোটাররা আগামী ১১ নভেম্বর এক উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com