শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

বানিয়াচঙ্গে ১৪ বস্তা সরকারী চাল উদ্ধার ॥ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪ বস্তা চাল উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আমিরখানী বিজয় নগড় নতুন ব্রীজ (শরীফ উদ্দিন রোডে) এলাকা থেকে ৩০ কেজি চালের ১৪টি বস্তা আটক করা হয়। এ সময় পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের বীরেশ^র গোপের ছেলে বজ্রেশ্বর গোপ (৪৬) ও একই উপজেলার জলসুখা গ্রামের শ্রীবাস দাসের ছেলে শ্রী কৃষ্ণ দাস (৩০) কে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৪ বস্তা চাল টমটম যোগে বানিয়াচংয়ে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয় জানান, তারা সাধারণ মানুষের কাছ থেকে প্রতি বস্তা চাল ৯শ টাকা দরে কিনে এনেছেন বেশি টাকায় বিক্রির আশায়। তারা ক্রয়কৃত চাল বেশি মুনাফায় গ্রামে গ্রামে খুচরা করে বিক্রয় করবেন।
কিন্তু এই চাল বিক্রয় করলে আইনগত সমস্যা হতে পারে তা তারা জানতেন না। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, আইনগত প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয় নাই।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com