শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

শায়েস্তাগঞ্জ জংশনে সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ৩ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মঙ্গলবার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। ৩ কোটি ৫৫ লাখ টাকায় স্টেশনে যাত্রী সেবা বাড়ানের লক্ষ্যে প্লাটফর্ম উচুকরণ, স্টেশনে ভবন রিনোভেশন, এক্সেস কন্ট্রোল ও প্লাটফর্মের শেড নির্মাণ করবে বাংলাদেশ রেলওয়ে। আলোচনা সভায় এমপি আবু জাহির উন্নয়ন কাজের গুণগত মান ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, শায়েস্তাগঞ্জ একটি ইউনিয়ন ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আমরা পৌরসভা, থানা ও সর্বশেষ উপজেলা বাস্তবায়ন করেছি। শায়েস্তাগঞ্জ জংশনের সঙ্গে এলাকার ঐতিহ্য জড়িয়ে। মুজিবর্ষে ৩ কোটি ৫৫ লাখ টাকার কাজ হচ্ছে। এতে জংশনটি আরও আকর্ষণীয় হবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্ব অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-২ বিভাগীয় প্রকৌশলী মোঃ সিরাজ জিন্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, আতাউর রহমান মাসুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, আওয়ামী লীগ নেতা ওসমান আলী মিনু, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফরিদ হাসান। বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মোঃ আশিকুর রহমান, ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল্লাহ রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কিতাব আলী শাহীন, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল আলম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা যুবলীগ আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জামাল আহমেদ রাজ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব, সাধরাণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর শ্রমিক লীগের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইয়াছির আহমেদ স্বপন, যুগ্ম-আহবায়ক সাহেদুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com