শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

করোনা সংক্রমন ॥ ২১ লাখ মানুষের হবিগঞ্জে কোন আইসিইউ নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। কিন্তু হাসপাতালে ভর্তি রোগী একেবারেই নগন্য। আর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন রোগীও ভর্তি হননি। এছাড়া জেলার একমাত্র সদর আধুনিক হাসপাতালটিতে সেন্ট্রাল লাইন করা হলেও পর্যাপ্ত অক্সিজেন নেই। প্রায় ২১ লাখ মানুষের এ জেলায় আইসিইউতো নেইই, লিকুইড অক্সিজেন প্ল্যান্টও নেই। লাইনে অক্সিজেন সরবরাহ করা হয় সিলিন্ডারের মাধ্যমে। ফলে সার্বক্ষণিক অক্সিজেন সেবা দেয়া সম্ভব নাও হতে পারে। এমন পরিস্থিতিতে অনেকটা ঝুকি নিয়েই সেবা দিতে হচ্ছে আক্রান্ত রোগীদের। এদিকে ভারতে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জেলার একমাত্র বাল্লা স্থল বন্দর বন্ধ করে দেয়া হয়। কিন্তু এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারত থেকে জেলায় ১০ জন প্রবেশ করেন। তারা ইতিমধ্যে কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরেছেন। তবুও একেবারেই ঝুকি উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় করোনা রোগীদের জন্য ১শ’টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এখানে সেন্ট্রাল অক্সিজেন আছে। বড় সিলিন্ডারের মাধ্যমে তা দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু লিকুইড অক্সিজেন নেই। যদি রোগী বেড়ে যায় তবে বেগ পেতে হবে। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা সম্ভব নাও হতে পারে। তিনি বলেন, গুরুতর অসুস্থ না হলে বা মারাত্মক কোন উপসর্গ না দেখা দিলে বাড়িতে থেকেই চিকিৎসা নেয়ার জন্য তাদের পরামর্শ দেয়া হচ্ছে। এখানে আক্রান্তের হার ১৪.২ শতাংশ। তবে মৃত্যু হার নিয়ন্ত্রণে আছে। মৃত্যু হার .০০৭২ শতাংশ। যদিও ঝুকিপূর্ণ তালিকায় আমাদের জেলার নাম নেই, তবুও ঝুকি একেবারে এড়িয়েও দেয়া যায়না। তিনি বলেন, সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপন প্রক্রিয়াধিন রয়েছে। ইতিমধ্যে স্থাপনা নির্মাণ কাজ চলছে।
সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ জানান, এ জেলায় দীর্ঘ ভারতীয় সীমান্ত এলাকা রয়েছে। যদিও স্থল বন্দর বন্ধ, তবুও এখানে ঝুকি একেবারেই নেই তা বলা যাবেনা। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এখানে মেডিকেল কলেজ রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল রয়েছে। কিন্তু কোন আইসিইউ নেই। এমনকি লিকুইড অক্সিজেনের ব্যবস্থাও নেই। এ জেলার ২২ লাখ মানুষকে এসব সুবিধা নেয়ার জন্য সিলেটে ছুটে যেতে হয়। অতি দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ২টি করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। এখানে ১শ’ শয্যা প্রস্তুত রয়েছে। শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলা বাদে অন্য ৭টি উপজেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ৫টি করে মোট ৩৫ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর হাসপাতালে রোববার পর্যন্ত ৭ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মাঝে গত ২৪ ঘন্টায় ২ জন ভর্তি হয়েছেন। তারা প্রত্যেকেই শ^াসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি হন মূলত অক্সিজেনের জন্য। তবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন রোগী ভর্তি নেই। কোন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। আইসিইউ নেই জেলার কোন হাসপাতালে। সবগুলোতেই সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সে ক্ষেত্রে যদি হঠাৎ সিলিন্ডার শেষ হয়ে যায় তবে তাৎক্ষণিক সিলিন্ডার রিফিল করে অক্সিজেন সরবরাহ করা অসম্ভব হয়ে পড়বে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৪ জন। সুস্থ হয়েছেন ২ হয়েছেন ৭২ জন। আর মারা গেছেন ১৮ জন। জেলায় মোটর আক্রান্তের হার ১৪.২ শতাংশ। গত ৫ ও ৭ মে জেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ৫ জন করে মোট ১০ জন ভারত থেকে জেলায় ফিরে আসেন। তাদেরকে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে বাড়ি পাঠানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com