রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পড়ে থাকা বৃদ্ধাকে সহায়তা দিল পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপারের সৌজন্যে সদর হাসপাতালে সদর থানার ওসি মাসুক আলী মরিয়ম চান নামের ১০৫ বছরের এক বৃদ্ধাকে খাদ্য সহায়তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর হাসপাতাল সংলগ্ন অনন্তপুর এলাকায় ওই নারীকে খাদ্য সহায়তা দেন। জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। কোন সন্তানাদি নেই। মূল বাড়ি বানিয়াচং থানাধীন মুরাদপুর এলাকায়। নিজের ঘর না থাকায় স্বামী মারা যাওয়ার পর চলে আসেন হবিগঞ্জ শহরে। সদর হাসপাতালের গেইটের পাশে বসে সাহায্যের জন্য প্রতিদিন বসে থাকেন। প্রতিদিন যা পান তা দিয়ে কোন রকম জীবন চলে। পরিচয় হয় আয়েশা খাতুন (৪৫) নামে এক দরদী মহিলার সাথে। আয়েশা খাতুনও দরিদ্র। অন্যের বাসায় কাজ করে সংসার চালান। তিনি অসহায় মরিয়ম চান কে নিজের ভাড়া করা ছোট ঘরে আশ্রয় দেন। মায়ের মমতায় সেবা দিয়ে যাচ্ছেন এখনো। বৃদ্ধা মরিয়ম চান বয়সের ভারে এখন আর হাটতে পারেন না। অসুস্থতা ভর করেছে শরীরে। আয়েশা খাতুনের সহায়তায় চলে আসেন হাসপাতালের গেইটে। মরিময় চানকে হাসপাতাল এলাকার স্হানীয় সবাই চিনে। অনন্তপুর এলাকার মুফতি ওয়াহাব নাঈমী একটি বীমা কোম্পানিতে চাকুরী করেন। বৃদ্ধা মরিয়ম চানের বিষয়টি তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম ফেসবুকে মেসেজে অবগত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল মরিয়ম চানের সাথে হাসপাতালের সামনে গেইটে গিয়ে কথা বলি। আপন বলতে তাহার কেউ নাই। পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পেয়ে খুবই খুশি। শেষ বয়সে একটু চলাফেরার জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন। পুলিশ সুপার হবিগঞ্জ বৃদ্ধা মরিয়ম চানকে শীঘ্রই একটি হুইল চেয়ার প্রদান করবেন বলে জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com