আগামী ১৫ই জুলাই ২০২৫ইং মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্খিত নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিলকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলা বিএনপির প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে। সরাসরি ভোটে নেতা নির্বাচিত হবেন। ৫টি পদে ১৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন। চলছে রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ। এ উপলক্ষে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে চায়ের দোকানে আলোচনার ঝড় বইছে। কাউন্সল উপলক্ষে নবীগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, নবীগঞ্জের কৃতি সন্তান বাবুল আহমেদ চৌধুরী। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরি হবে বলে তিনি মনে করেন। যারাই উপজেলা বিএনপির নেতৃত্বে নির্বাচিত হবেন তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আগামীতে তাদের সুযোগ্য নেতৃত্বে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিগনিত হবে।