স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের ভরগাওর নিকট তেল রিফাইনারী প্লান্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জানান, ওই তেল রিফাইনারী প্লান্ট থেকে প্রায়ই অপরিশোধিত ময়লাযুক্ত তেল করাঙ্গী নদীতে ফেলা হয়। গতকাল সন্ধ্যার দিকে ময়লাযুক্ত তেল ফেলা হয়। রাত সাড়ে ১১ টার দিকে তিনি বাড়ি থেকে দেখতে পান রশিদপুর গ্যাস ফিল্ডের ভরগাও তেল রিফাইনারী প্লান্টে আগুন। ওই আগুন করাঙ্গী নদীর পাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় তিনি ৯৯৯ এ ফোন করে খবর দেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-সহকারি পরিচালক শিমুল মো. রফি জানান, ৯৯৯ থেকে তাদের খবর দেয়ার সাথে সাথে রাত ১১টা ৫৫ মিনিটে ২টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। এছাড়া মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়।
রশিদপুর গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক ইনচার্জ মোঃ আবুল মনছুর চৌধুরীর সাথে রাত দেড়টার দিকে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪ হাজার ব্যাল্ডে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ছুটে আসে। তিনি জানান, আগুন অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিরূপন হয়নি। তদন্ত করে কারন বের করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।