রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০১:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় রাসেল মার্কেটে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। গত রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় অলিপুর এলাকায় অবস্থিত এন.এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধিন রাসেল মার্কেটের দোকান মালিকরা দোকান খুলে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দ ফুরকান আলীর নেতৃত্বে লোকজন মার্কেটে প্রবেশ ব্যবসায়ীদের মারধোর করে চাঁদা দাবীর করে। এ সময় ব্যবসায়ীরা চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে দোকানে হামলা ও ভাংচুর করা হয়। এক পর্যায়ে জোরপূর্বক দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। এসময় ফুরকান আলী তার এলাকায় ব্যবসা করতে হলে তাকে চাদা দিয়েই ব্যবসা করতে হবে জানান। অন্যতায় কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। এ ঘটনায় রাসেল মার্কেটে স্বত্ত্বাধিকারী ফজলে রাব্বী রাসেল শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ফুরকান আলীকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি একই অভিযোগে ফুরকান আলীকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ওই দিন ফুরকান আলী আর কোন দিন তিনি বা তার কোন লোকজন এন.এম ফজলে রাব্বী রাসেলের স্বত্ত্বাধীকারী রাসেল মার্কেটে কোন প্রকার চাঁদা দাবী, হামলা বা কোন উদ্দেশ্যে প্রবেশ করবে না বলে মুচলেখা দিয়ে ছাড়া পান।