সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৩৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞডিপ্ত ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নবনির্বাচিত হবিগঞ্জ জেলা কমিটির এক সভা গতকাল সকাল ১১টায় স্থানীয় শ্রী শ্রী কালীবাডীতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনার পরিচালনায় অনুষ্টিত সভায় জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচিতি পর্বের শেষে সংগঠনকে গতিশীল করার লক্ষে বক্তব্য রাখেন- এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ সুব্রত চৌধুরী, নলিনী কান্ত রায় নিরু, এডঃ ত্রিলোক কান্তি চেীধুরী বিজন, শংকর পাল, ডাঃ অসিত রঞ্জন দাশ, স্বপন লাল বণিক, পিযুষ চক্রবতী, প্রমত সরকার, অমিয়াংশু দাশগুপ্ত, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, এডঃ মুরলী ধর দাশ, এডঃ রনজিত দও, এডঃ গৌরাঙ্গ চন্দ্র শীল, সুজিত বণিক, সুধাংশু সুত্রধর, রন্টু পুরকায়স্থ, শংখ শুভ্র রায় সহ উপজেলা শাখার সকল সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় বক্তাগণ সংগঠনকে তৃনমুল পর্যায়ে সংগঠিত করার এবং সকল হিন্দু জনসাধারণকে ন্যায় সংগত দাবী আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় আগামী ১৩ জুন সিলেটে বিভাগীয় তৃনমূল সম্মেলনে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com