প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপলোর উত্তর চতুল গ্রামে কানযুম ঈমান সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, তাসনুভা শামীম ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মুফতি নুরুল ইসলাম আনসারী সভাপতিত্বে ও তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিনিধি প্রকৌশলী মোহিতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিনিধি কাজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, তাসনুভা শামীম ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদীন জামাল। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র সিয়াম পরে মিলাদ শরীফ ও মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কোরআন শরীফ তোলে দেওয়া হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের জন্য দোয়া করা হয় এবং ভবিষ্যতে তাদের পাশে তাকার জন্য আহ্বান করেন। টিনসেটের মাদ্রাসাটি তারা তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। বর্তমানে তারা আমাদের কাছে দাবি করেন মাদ্রাসা পরিচালনা কমিটিবৃন্দ, সিলিং ফ্যান, দাবি করেন। তাসনুভা-শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর আহমেদ শামীম বলেন, মাদ্রাসা পরিচালনা করতে তাদের শিক্ষা সামগ্রী যা লাগে তিনি দিয়ে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। সকলের জন্য দোয়া করে শুভ কামনা করে শেষ করে সকলের মাঝে শিন্নি বিতরণ করা হয়।