রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু এলাকায় শোকের ছায়া শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ নবীগঞ্জের হৃত গৌরব ফিরিয়ে আনতে অধ্যাপক আব্দুল হান্নান-এর আহ্বান নবীগঞ্জে রিমনের মৃত্যুতে শহরে থমথমে পরিস্থিতি পুলিশের টহল জোরদার ॥ মার্চেন্ট এসোসিয়েশনের সভা স্থগিত মায়ের কবরের পাশে হত্যার শিকার রিমন দেশে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে-সৈয়দ শাহজাহান জনি হত্যা মামলার আসামি সাজুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বানিয়াচং মডেল প্রেসক্লাব পূনর্গঠন সভাপতি লিটন, সম্পাদক সফিকুল নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মাধবপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় সমাপ্তব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে মাধবপুর উপজেলায় ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৮০ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেয়া হবে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয?াক আল মামুন বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সাফল্যের কারণে দেশ পোলিও মুক্ত হয়েছে, এবার হাম-রুবেলাও মুক্ত হবে। আমরা শিশুদের দশটির মতো টিকা দিয়ে থাকি। টিকা দানের মাধ্যমে আমরা দেশকে পোলিও মুক্ত করতে পেরেছি। টিকা দানের সাফল্যের কারণে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে। তিনি বলেন, টিকা স্বাস্থ্য খাতের অনন্য ব্যবস্থা। টিকা নিলে স্বাস্থ্যের ওপর চাপ কমে, অসুখ কম হয়। টিকার কারণে মানুষের আয়ুও বেড়েছে। দেশের ৯০ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে পেরেছে আমাদের প্রধানমন্ত্রী। শিশুদের প্রতি আমাদের যতœশীল হতে হবে। শিশুরা আমাদের প্রিয়জন, তাদের টিকা দেয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের। আমরা টিকা দেয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারি। মাধবপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয?াক আল মামুন আরো জানান, ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছয় সমাপ্তব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে মাধবপুর উপজেলা ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৮০ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল সাড়ে আটটার থেকে দুপুর আড়াইট পর্যন্ত টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে। এতে আরো উপস্থিত ছিলেন-মাধবপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপ-সহকারী কমিউনিটি অফিসার মুক্তাদির তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com