বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে হেভেন চৌধুরী হত্যাকান্ড ॥ সিআইডির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ছাত্রলীগ নেতা নুরুল আমিন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বহুল আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আমিনকে ৪ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে সে সিআইডির নিকট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল হবিগঞ্জ সিআইডির ওসি মোঃ আবদুর রহিম আসামী নুরুল আমিনকে আদালতে হাজির করে করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
সিআইডির ওসি মোঃ আবদুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার এজহারভুক্ত আসামী ছাড়াও জিজ্ঞাসাবাদে নুরুল আমিন অনেকে হামলার ঘটনা এবং হত্যার নেপথ্যে জড়িতদের নাম প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য। তার দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির ওসি।
গত ২১ মে মামলা তৎকালীন তদন্ত কর্মকর্তা এএসপি নাজমূল ইসলাম ছাত্রলীগ নেতা নুরুল আমিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। ২২ মে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরই মাঝে মামলাটি স্থানান্তর করা হয় সিআইডিতে। ফলে হবিগঞ্জ সিআইডির ওসি মোঃ আবদুর রহিম সোমবার থেকে ছাত্রলীগ নেতা নুরুল আমিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে নুরুল আমিন এজহারভুক্ত আসামী ছাড়াও অনেকেই ঘটনার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে। দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। তিনি জানান, তার দেয়া তথ্য যাচাই বাচাই করে দেখা হচ্ছে।
তবে গতকাল আদালতে হাজির করা হলে নুরুল আমিন নিজেকে নির্দোষ দাবি করে সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিল না বলে আদালতকে জানায়। সে জানায় ঘটনার সাথে জড়িত না থাকলেও মামলায় তাকে আসামী করায় পালিয়ে না থেকে আদালতে আত্মসমর্পন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com