মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

চুনারুঘাটে ‘ভোরের আলো ফুটবল একাডেমি আমুরোড এর অফিসিয়াল জার্সি উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ ফুটবল খেলাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে “ভোরের আলো ফুটবল একাডেমি আমুরোড” এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় একাডেমির লোগো সংযুক্ত অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান। একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য জসিম উদ্দিন আখঞ্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সনজু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আবদুর রউফ, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবদুর রাজ্জাক রাজু, ভোরের আলো একাডেমি আমুরোড এর প্রতিষ্ঠাতা সদস্য কামরুল হাসান শামিম, আমুরোড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ইউনিয়ন যুবলীগ নেতা বেলাল আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শাহিন আলম, ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব রাসেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রাব্বি, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম প্রমূখ।
ভোরের আলো একাডেমি আমুরোড এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ খলিলুর রহমান।
বক্তব্য রাখেন একাডেমির সদস্য সৈয়দ কায়সার আহমেদ, রঞ্জিত মল্লিক, রুহেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে এলাকায় ঝিমিয়ে পড়া ফুটবল কে জাগিয়ে তোলার প্রয়াসে গড়ে ওঠা ভোরের আলো ফুটবল একাডেমিকে স্বাগত জানান বক্তারা। চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, ব্যারিস্টার সুমনের প্রচেষ্টায়ই এলাকার তরুণরা ফুটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে। এলাকার ফুটবলের উন্নয়নে ব্যারিস্টার সুমনের বিভিন্ন পদক্ষেপেকে সাধুবাদ জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
সনজু চৌধুরী একাডেমিটিকে সম্পূর্ণ ভাবে রাজনীতি মুক্ত রাখার পরামর্শ দেন। নিজে একাডেমিটিকে সার্বিক সহযোগীতার পাশাপাশি সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com