নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া মাঠে গতকাল শুক্রবার বিকালে দেবপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। তুমুল উত্তেজনাপূর্ন খেলায় দেবপাড়া মনের মত স্পোটিং ক্লাব ৩-২ গোলে ষ্টার এফসি ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি আওয়ামীলীগ নেতা শাহনেওয়া গাজী মিলাদ। এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া, লোকমান খাঁন, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাতি আব্দুল মন্নান, সাধারন সম্পাদক আকবাল আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, রাসেল শরীফ, রুবেল মিয়াসহ আওয়ামীলীগ, মহাজোট ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, যুব সমাজকে বিপথগামী ও ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার অপরিসীম অবদান রয়েছে। তাই সবাইকে নিয়মিত শরীর চর্চার অভ্যাস গড়ে তোলতে হবে।