বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে আসুয়া ২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এর সভাপতিত্বে ও দেওয়ান ওমর ফারুক এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ভার্ক এর মোমিনুল ইসলাম, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রাকটিক্যাল এর প্রজেক্ট ম্যানেজার নেহাল আজমত মহি, প্রকল্পের সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন প্রমুখ।