বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

হবিগঞ্জে দূর্গাপূজায় আইন শৃংখলা দায়িত্ব পালনকারী আনসারদের মধ্যে ভাতা বিতরন

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গাপূজায় আইনশৃংখলা রক্ষায় অংশগ্রহনকারী সকল পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে পূজার ভাতা বিতরন করা হয়। হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ কর্তৃক গঠনকৃত কমিটির সভাপতি শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় মোঃ হেলাল উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হবিগঞ্জ সদর। বাহুবল উপজেলায় তাপস দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা চুনারুঘাট এর পরিচালনায় উক্ত ভাতার টাকা সুষ্ঠভাবে বিতরন করেন। টাকা বিতরনকালে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় পিসি, এপিসি ও আনসার ভিডিপি সদস্য/সদস্যা ছিল ৪৮৯ জন। বাহুবল উপজেলায় পিসি, এপিসি ও আনসার ভিডিপি সদস্য/সদস্যা ছিল ২৩২ জন। উপস্থিত প্রত্যেক পিসি, এপিসিকে ২৬১০ টাকা এবং প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্য সদস্যাকে জন প্রতি ২৩৬০ টাকা করে সুষ্ঠভাবে ভাতার টাকা বিতরন করা হয়।
উল্লেখিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৬৬৯টি পূজামন্ডপের মাঝে ১২৫টি মন্ডপকে অধিক গুরুত্বপূর্ন বিবেচনায় ১জন পিসি, ১ জন এপিসি, ৩ জন পুরুষ সদস্য, ২ জন মহিলা সদস্যসহ মোট ৭ জনকে দায়িত্ব দেওয়া হয়। গুরত্বপূর্ণ বিবেচনায় ১৬৫টি মন্ডপে ১ জন এপিসি, ২জন পুরুষ সদস্য, ২ জন মহিলা সদস্যসহ মোট ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়। সাধারণ মন্ডপ বিবেচনা করে ৩৭৯টি মন্ডপে ১ জন এপিসি, ১ জন পুরুষ সদস্য, ২ জন মহিলা সদস্যসহ মোট ৪ জনকে দায়িত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আনসার/ভিডিপি কর্মকর্তা আতাউর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা প্রশিক্ষিকা রেখা শুক্ল বৈদ্য ও উপজেলা প্রশিক্ষক তানজিন আহম্মেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com