শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জে চলছে মূর্তি তৈরীর কাজ। শেষ মুহূর্তে এসে এখন রংতুলির আঁচড়ে প্রতিমাকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। একই সাথে চলছে মন্ডপ তৈরীর কাজও। আয়োজকদের দাবি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারী থাকলে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করা সম্ভব হবে। অপরদিকে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে নজরদারি বাড়িয়েছে আইনশৃংখলা বাহিনী।
জেলা পূজা উদযাপন কমিটির সাথে কথা বলে জানা গেছে, ঢাকের কাটি আর ঢুল বেজে উঠলেই ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আগামী ৪ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর জেলায় ৬৫২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপেই চলছে প্রতিমা তৈরীর কাজ। অনেক মন্ডপের মূর্তি তৈরীর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সেগুলোতে রংতুলির আঁচড়ে প্রতিমাকে সাজানোর কাজ চলছে। আবার অনেক মন্ডপে এখনও প্রতিমা তৈরীর কাজ চলছে। একই সাথে চলছে মন্ডপ সাজানোর কাজও। মন্ডপগুলোতে শিল্পীরা দিনরাত অবিরাম কাজ করে চলেছেন।
প্রতিমা শিল্পীরা জানান, কয়েক দিনের মাঝেই প্রতিমা তৈরীর সব কাজ সম্পন্ন হবে। এরপর পূজার জন্য মুর্তিগুলো প্যান্ডেলে উঠবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করতে এখন তারা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে প্রশাসনের সাথে তাদের একাধিকবার বৈঠক হয়েছে। পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার বিষয়েও তারা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছেন। তিনি বলেন, আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপেই তাদের নিজেদের স্বেচ্ছাসেবী থাকবেন। আর বাড়তি সাবধানতা হিসেবে বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম জানান, এবারের দুর্গাপূজাকে শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আনসার, পুলিশ, র‌্যাবের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। যেন কেউ কোন ধরণের অপরাধ সংঘটন করতে না পারে। তিনি বলেন, এবার ডিজে নিষেধ করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন মাদক কারবারিরা সক্রিয় হতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের সাথেও কথা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com