মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ মোজাম্মিল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভায় কাউছার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সিদ্দিকুর রহমান, প্রভাষক একে এম নুরুল ইসলাম, অলক চক্রবর্তী, আব্দুল জব্বার, হাবিবুর রহমান, নিলমণি পাল, মাহবুবুর রহমান, নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস তৃষা প্রমূখ। সভাশেষে স্থানীয় ও আমন্ত্রিত অতিথিদের সমন্নয়ে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।