স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহরের দেড় কিলোমিটার প্রধান সড়কের সর্বত্রই টমটমের আধিপত্য। অপরিকল্পিত টমটম চলাচল হয়ে উঠেছে শহরবাসীর ‘গলার কাটা’। স্থানীয়রা জানান, প্রধান সড়কসহ শহরের প্রায় প্রতিটি রাস্তাই এখন টমটমের দখলে। এপাশ-ওপাশ দু’পাশেই টমটম। রাস্তার কোথাও কোথাও চলাচল করছে একাধিক সারিতে। এতে লেগে থাকে যানজট, দুর্ভোগে পড়েন পথচারীরা। জানা যায়, হবিগঞ্জ শহরে মোট ১
বিস্তারিত