স্টাফ রিপোর্টার \ বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে বিষ ঢেলে মাছ নিধন। ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনানাটি ঘটেছে গত সোমবার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত মাকালকান্দি হাওরে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাকালকান্দি হাওরের প্রায় ৬০ থেকে ৬৫টি ডোবায় দৌলতপুর গ্রামের সাইদুর রহমান, বাগাহাতা গ্রামের সাহাজউদ্দিন, মতিন মিয়া, লুৎফুর রহমান ওই ডোবাগুলো খরিদ করিয়া দলকাটা লাগিয়ে
বিস্তারিত