রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ॥ লড়াই হবে নৌকা বনাম ধানে ॥ হবিগঞ্জের ৪টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ ভোটার ॥ মোট কেন্দ্র ৬৩৩টি ॥ ঝুকিপুর্ণ ২৯৭টি ॥ অতিঝুকিপুর্ণ ১২৮টি

  • আপডেট টাইম রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৩০ ডিসেম্বর অনুষ্টিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে হবিগেঞ্জর ৪ টি আসন থেকে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মূল লড়াই হবে নৌকা বনাম ধানের শীর্ষে। ইতিমধ্যেই প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরে তাদের মন জয়ের চেষ্টা করেছে। আজ ভোটারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারের মাধ্যমে রায় দিবেন। তবে শেষ পর্যন্ত কারা হাসবেন বিজয়ের হাসি এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত। নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বাসদ এর চৌধুরী ফয়ছল শোয়েব (মই), কৃষক শ্রমিক জনতালীগের অ্যাডঃ নূরুল হক (গামছা) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ (মোমবাতি)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট (খেলাফত মজলিস) মাওলানা আব্দুল বাছিত আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ রূপক (সিংহ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা), কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ (গামছা) ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র পরেশ চন্দ দাস (আম)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মোঃ আবু জাহির (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্টের আলহাজ্ব মোঃ জি কে গউছ (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি পীযুষ চক্রবর্তী (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিব উদ্দিন আহমদ সোহেল (হাতপাখা)।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৫ জন। তারা হলেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী (নৌকা), খেলাফত মজলিস/জাতীয় ঐক্যফ্রন্টের ড. অধ্যক্ষ আহমদ আব্দুল কাদের (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেখ মোঃ সামসুল আলম (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মৌলানা মোহাম্মদ ছোলাইমান খান রাব্বানী (মোমবাতি), জাকের পাটি’র মোঃ আনছারুল হক (গোলাপ ফুল)।
এবারের নির্বাচনে জেলার জেলার ৪টি আসনের ৭৮টি ইউনিয়ন পরিষদ ও ৬টি পৌরসভার মোট ভোটার ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুুরুষ ৭ লাখ ১০ হাজার ৩৫৯ জন ও মহিলা ৭ লাখ ১৫ হাজার ২০৫ জন। এর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮০ হাজার ৮১৬ জন ও মহিলা ১ লাখ ৮৪ হাজার ১২৩ জন। হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৯৭৮ জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৫২ হাজার ৭৬৪ জন ও মহিলা ১ লাখ ৫৪ হাজার ২১৪ জন। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৬৭৬ জন ও মহিলা ১ লাখ ৬২ হাজার ৬৮৭ জন। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ১০৩ জন ও মহিলা ২ লাখ ১৪ হাজার ১৮১ জন। এবার জেলায় পুরষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যায় বেশি। জেলায় এবার ৬৩৩টি ভোট কেন্দ্রের ২ হাজার ৮৪৬ ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ১২৮ কেন্দ্র অতিঝুকিপূর্ণ, ২৯৭টি ঝুকিপূর্ণ এবং ২০৮টি কেন্দ্র ঝুকিহীন রয়েছে। কেন্দ্রগুলোর হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোট কেন্দ্র ১৭৬টি। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ১১৫টি ও বাহুবল উপজেলায় ৬১টি। হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১৪৯টি। এর মধ্যে বানিয়াচঙ্গ উপজেলায় ১০৫টি ও আজমিরীগঞ্জ উপজেলায় ৪৪টি। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১৩১টি। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৭৪টি, লাখাই উপজেলায় ৩৯টি ও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৮টি। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৭৭টি। এর মধ্যে চুনারুঘাট উপজেলায় ৮৪টি ও মাধবপুর উপজেলায় ৯৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com