বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

বানিয়াচঙ্গে শস্য কর্তন করলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৪১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উৎসব মুখর পরিবেশে গতকাল বানিয়াচঙ্গের যাত্রাপাশা ব্লকের কুন্ডুরপাড় মাঠে ব্রি-ধান ২৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ্। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান, হবিগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কৃষি বিপনন অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি শাহনাজ বেগম, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের পরিচালক তমাল লতা আদিত্য, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ বশির আহম্মদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মজুমদার ইলিয়াস, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, বানিয়াচং উপজেলায় কর্মরত কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ এলাকার স্থানীয় কৃষকবৃন্দ। শস্য কর্তন শেষে হেক্টর প্রতি (শুকনা) ৬.৪৪ মেট্রিকটন ফলন লক্ষ্য করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদের পরিচালনায় শস্য কর্তন পরবর্তী কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেন, প্রকৃতিকে কোনভাবেই বিঘিœত করা যাবে না, তাহলে প্রকৃতি ১০ গুণ বেশী প্রতিশোধ নেবে। কৃষক হচ্ছেন আমাদের প্রাণকৃষির স্বার্থে খাল খনন ও নদী খনন প্রকল্প দাখিল করলে কৃষক জনতার স্বার্থে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com