বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লাখাইয়ে ৭০ টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর কয়েক দিন পরে অনুষ্টিত হচ্ছে। ঢাকের কাঠি ও ঢোল বেজে উঠলেই ষষ্ঠীপূজার মধ্য দিয়েই আগামী ৪ অক্টোবর শারদীয় দুর্গা পূজা শুরু হবে। দেশের অন্যান্য স্থানের মতো লাখাইয়ে এ সার্বজনীন উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে জোরেসোরে। মন্দিরের ঐতিহ্য ও প্রতিমা সাজসজ্জা নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন লাখাই উপজেলায় প্রতিমা শিল্পীরা। দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ, আবার কোন কোন মন্ডপে প্রতিমার গা’য়ে পড়ছে রঙতুলির আঁচড়। আগামী ২৮ সেপ্টেম্বর মহালয়া ও ৪ অক্টোবর মহাষষ্টীর মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এই দূর্গোৎসব। তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত ভট্টাচার্য্য জানান, এবার লাখাই উপজেলায় ৭০ টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা যেন সুন্দর ও শান্তিপুর্ণভাবে পালন করতে পারে সে জন্য ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভক্তিমূলক গান করতে বলা হয়েছে ও লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বরণে সময় গুনছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। চলছে প্যন্ডেলসহ মন্ডপ সাজানোর কাজ। গতবারের চেয়ে এবার পূজার সংখ্যা বেশি বলে জানান তিনি। এবার পূজার খরচ বেড়ে গেলেও আয়োজনে কমতি নেই আয়োজকদের। এ ব্যাপারে লাখাই থানার ওসি এমরান হুসেন জানান, নিশ্চিদ্র নিরাপত্তার জন্য প্রতিটি পুজামন্ডপে আনসার সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া সার্বক্ষনিক মন্ডপে পুলিশি টহল দিবে বলে তিনি জানান। ৮ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাম্বলীদের এ দূর্গোৎসব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com