মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

মাধবপুরে দেশের সর্বপ্রথম মধুবালা তরমুজের চাষ! ক্রেতাদের কাছে ব্যাপক গ্রহণযাগ্যতা লাভ

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৭২১ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ মাধবপুরে দেশের সর্বপ্রথম উৎকৃষ্টমানের ভিন্ন রংয়ের তরমুজের চাষ হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের ফসলের মাঠে হলুদ রংয়ের তরমুজ চাষ করে ভাল ফলন হওয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছেন মাধবপুর সদরের বাসিন্দা গত বছর বঙ্গবন্ধু কৃষি রোপ্য পদক প্রাপ্ত চাষি আমজাদ হোসেন খাঁন। আমজাদ খাঁনই দেশে সর্বপ্রথম মধুবালা নামধারি হলুদ রংয়ের তরমুজ উৎপাদন করে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন। বিভিন্ন অঞ্চলের বাজারে ক্রেতাদের কাছেও ব্যাপক গ্রহনযোগ্যতা লাভ করেছে। থাইওয়ানের জাত থেকে উৎপাদিত মধুবালা (হলুদ) তরমুজ ছাড়াও তিনি চাষ করেছেন ড্রাগন তরমুজ (কালো), জেসমিন-১ (কালো), জেসমিন-(কালো), জাপানী ফেয়ারী জাতের তরমুজ। ২০১১ সাল থেকে তরমুজের চাষ শুরু করে ভিন্ন রংয়ের ও জাতের তরমুজ চাষ করে থাকেন আমজাদ খান। চলতি মৌসুমে ৩ একর জায়গায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে চাষ করা তরমুজে ৮/১০ লাখ টাকা বিক্রি হবে বলে আশা ব্যক্ত করে আমজাদ খাঁন জানান-কৃষি বিভাগ খোজ খবর নেয়, কিন্তু সরকারীভাবে আরো সুযোগ সুবিধা দিলে চাষাবাদ বৃদ্ধির সাথে সাথে বেকারদের কর্মসংস্থান করা সম্ভব হতো। আমজাদ খান আরো জানান, হলুদ তরমুজ বাজারজাত করার পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছে। পাশাপাশি স্থানীয় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন মধুবালা তরমুজসহ অন্যান্য তরমুজ চাষে।
ইতোমধ্যে এলাকার প্রায় ১০ থেকে ১৫ জন কৃষক ওই তরমুজ চাষের জন্য তাদের জমিতে কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান-কৃষি বিভাগের পক্ষ থেকে আমজাদ খানের ফসল ফলানোতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত আছে। প্রয়োজনে আরো সহায়তা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com