স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে জিয়াউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। গতকাল সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করে সদর থানার এস আই সুজন শ্যামসহ একদল পুলিশ। সে উমেদনগরের নজরুল ইসলামের পুত্র। তাকে গতকাল কারাগারে প্রেরন করা হয়।