স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ‘ডেভিল হান্ট অভিযানে’ বাহুবলের পুটিজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আবুল কালাম ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি স্থানীয় ভাটপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জমিদার আলীর ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। মামলা নং-১৩, তারিখ- ০৯/০১/২০২৫। গ্রেফতারের পর তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, গ্রেফতারের পর তাকে আমাদের নিকট সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।