বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচঙ্গে সার্কেল ডে অনুষ্ঠানে পুলিশ সুপার ॥ ন্যায় বিচার নিশ্চিতে করতে মামলার সুষ্টু তদন্তের কোন বিকল্প নেই

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যত নাগরিক শিশুরা যেন দাঙ্গা থেকে বিরত থাকে সে বিষয় মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। শীঘ্রই প্রতিটি স্কুল, কলেজে দাঙ্গা বিরোধী রচনাসহ দাঙ্গার কুফল সম্পর্কে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি দাঙ্গা বিরোধী র‌্যালী, দাঙ্গা বিরোধী বাউল সংগীতসহ নানা ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা পর্য্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গতকাল বানিয়াচং থানায় অনুষ্ঠিত সার্কেল ডে -২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) একথাগুলো বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। সভায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার সকল অফিসারদের কাজের পারফরমেন্সে সস্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরো সুন্দরভাবে নিজ দায়িত্ব পালনে সকলের প্রতি আহবান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সার্কেল ডে একটি নতুন উদ্যোগ, যার মাধ্যমে কাজের গতি ফিরে আসবে, হবিগঞ্জ জেলা ব্যতীত আর কোথাও সার্কেল ডে পালিত হয়নি। হবিগঞ্জ জেলাকে একটি সুশৃংখল ও শান্তিময় জেলা হিসেবে এবং সংশ্লিষ্ট সার্কেলের অধীনস্থ অফিসারগণের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা ও কাজের সুস্থ প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। হবিগঞ্জ জেলার মধ্যে ৪টি সার্কেল রয়েছে, প্রতিটি সার্কেল এর অধীনে দুইটি করে থানা রয়েছে তন্মধ্যে সদরের অধীনে রয়েছে ৩টি থানা। পর্যায়ক্রমে জেলার সকল সার্কেলেই সার্কেল ডে পালিত হবে। সার্কেল ডে পালনের আগে প্রতিমাসে হবিগঞ্জ জেলার সকল থানার ওসিদের নিয়ে ১দিন মাসিক সভা অনুষ্ঠিত হতো, এতে করে থানার ওসি ব্যতীত যারা মূল কাজটি করে অর্থাৎ সাব ইন্সপেক্টর তাদের কথা বলার তেমন সুযোগ ছিল না। এখন প্রতিমাসে আমি নিজে হবিগঞ্জ জেলার প্রতিটি সার্কেলে গিয়ে মাসিক সভা করবো। এতে করে মামলার তদন্তকারী এসআই, এএসআই ও ইন্সপেক্টর তদন্ত সরাসরি তার মামলার বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলতে পারবেন। এতে করে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান পাওয়া যাবে। একটি মামলার তদন্তকাজ যদি নিখুতভাবে করা যায়, তাহলে মামলাটি যখন বিচারে যাবে তখন অপরাধীরা অপরাধ অনুযায়ী সাজা পাবে। আর তদন্ত যদি সঠিকভাবে না করা যায় তাহলে ভবিষ্যতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিমাসে এ ধরনের সভা করার ফলে গুরুত্বপূর্ণ মামলাগুলোর ব্যাপারে একাধিকবার কথা বলে উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে সঠিক ধারনা নিয়ে মামলার তদন্তকাজ সম্পন্ন করা যায়। এছাড়া তাদের আইন শৃংখলা উন্নয়নকল্পে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো আমি নিজে গ্রহন করে অন্যান্য থানায়/সার্কেলে তা ছড়িয়ে দিতে পারবো। তিনি আরো বলেন, গ্রাম্য দাঙ্গা, মাদক, জঙ্গি নির্মূলে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান সিলেট রেঞ্চের ডিআইজি কামরুল আহসান (বিপিএম-পিপিএম) কর্তৃক সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম গ্রহন করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সে অনুযায়ী প্রতি মাসে প্রত্যেক বিট অফিসারকে তাদের কাজের মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রেরন করতে হয়। এর মাধ্যমে পুলিশের মাঠ পর্যায়েরে কর্মকর্তাদের সরাসরি জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে। যার ফলে মাঠ পর্যায়ের পুলিশিং কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি আরো বলেন, গ্রাম্য দাঙ্গায় ব্যবহৃত যে সকল দেশীয় অস্ত্র যারা তৈরী করে কামার তাদেরকে ডেকে বলে দেয়া হয়েছে তারা যেন এসব দেশীয় অস্ত্র তৈরী না করে, তারা সকলে কথা দিয়েছে এ সব অস্ত্র বানাবে না। কেউ যদি এ সব দেশীয় অস্ত্র তৈরী করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। বানিয়াচংয়ের বিভিন্ন পঞ্চায়েতের সকল মহল্লার সর্দারগণের নামের তালিকা তৈরী করা হয়েছে। কেউ যেন আইন বর্হিভূত কাজ না করেন, এ জন্য শীঘ্রই তাদের নিয়ে একটি সভা করা হবে। তারা যেন আমাদের বিট পুলিশিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে আমাদের কাজে সহযোগিতা করে এ বিষয়েও এ সভায় আলোচনা করা হবে। হবিগঞ্জ জেলা এখন একটি শিল্পাঞ্চল জেলা হিসেবে সুপরিচিতি পেয়েছে। একে অপরের সহযোগিতার মাধ্যমে এ পরিচিতিকে আরো প্রসারিত করতে হবে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল কাইয়ুম, থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন কবীর, সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্র“বেশ চক্রবর্তী সহ বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার অফিসারগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com